শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনবিষয়ক এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে। ওই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায় তার সবই করা হবে।
মন্ত্রণালয় দ্রুততম সময়ে সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নে আগ্রহী জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করব। আগামীকাল থেকেই কাজ শুরু করব। আমরা যদি ডিসেম্বরকে ধরে আগাই তাহলে তো নভেম্বর থেকে শুরু করতে হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
এ সময় শ্রমিকদের জন্য আলাদা মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা সাখাওয়াত।
বিডি প্রতিদিন/জুনাইদ