এবারের আইপিএলে এখন পর্যন্ত বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ৮টি ম্যাচের মধ্যে ৬টিতে হার, প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ — এমন পরিস্থিতিতেও দলের ওপর আস্থা রাখছেন ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথ।
দলের দুর্বল পারফরম্যান্সে হতাশ ভক্তরা। ওপেনিং থেকে মিডল অর্ডার, এমনকি বোলিং বিভাগ — প্রতিটি জায়গায়ই ব্যর্থতা স্পষ্ট। যদিও সিজনের শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চেন্নাই ভালো সূচনা করেছিল, এরপর টানা পাঁচ ম্যাচে ব্যাঙ্গালুরু, রাজস্থান, দিল্লী, পাঞ্জাব ও কলকাতার কাছে হার। পরে কেবল লখনৌকে হারাতে পেরেছে তারা।
এখনও চেন্নাইয়ের বাকী রয়েছে ৬টি ম্যাচ। প্লে-অফে জায়গা করে নিতে গেলে প্রতিটি ম্যাচ জিততেই হবে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের মানসিকতা এবং ফর্ম নিয়ে প্রশ্ন উঠছেই। তবে ধোনির উপস্থিতিকে বড় ভরসা হিসেবে দেখছেন বিশ্বনাথ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা জানি যে আমরা ভালো ক্রিকেট খেলিনি এখনও পর্যন্ত। কিন্তু আমরা আশা করছি, আসন্ন ম্যাচগুলোতে দল ঘুরে দাঁড়াবে। থালার (ধোনি) মতো একজন যখন আছেন, আমাদের কামব্যাক শুধু সময়ের অপেক্ষা।'
বিডি প্রতিদিন/মুসা