ভারতের ছত্তীসগঢ়ে ফের ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায়।
স্থানীয় তয়নার এবং ফরসেগড় গ্রামের মাঝে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। ওই কাজে পাহারা দেওয়ার জন্য মোতায়েন ছিলেন ছত্তীসগঢ় সশস্ত্র বাহিনী (সিএএফ)-র জওয়ানেরা। ওই সময়েই মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় বাহিনীর এক জওয়ানের। কয়েক সপ্তাহ আগেই মাওবাদীরা শান্তিপ্রস্তাব দিয়ে বিবৃতি জারি করেছিল। তবে এরই মধ্যে নাশকতাও চালিয়ে যাচ্ছে তারা।
মৃত জওয়ানের নান মনোজ পূজারি (২৬)। তিনি সিএএফ-এর ১৮ নম্বর ব্যাটেলিয়নে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সড়ক নির্মাণের কাজে পাহারা দেওয়ার সময় অসাবধানতায় একটি আইইডি বিস্ফোরকের উপর পা ফেলেন তিনি। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই জওয়ানের।
ছত্তীসগঢ়ের বস্তারের জঙ্গল এলাকায় রাস্তার আশপাশে আগেও বিভিন্ন সময়ে বিস্ফোরক পুঁতে রাখার ঘটনা ঘটেছে। মাঝে মধ্যে সাধারণ মানুষও এই বিস্ফোরকের ফাঁদে পড়েন। এর আগে গত ৯ এপ্রিল ছত্তীসগঢ়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণে ভারতের কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ)-র এক জওয়ান আহত হয়েছিলেন।
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে নকশাল-সমস্যা নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের কেন্দ্র। তবে মাওবাদীরাও ছেড়ে কথা বলছে না।
বিডি প্রতিদিন/নাজমুল