বগুড়ার শেরপুর উপজেলাধীন রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এস এম মাহমুদুল হাসান রনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ১৩ এপ্রিল তার এই মনোনয়ন নিশ্চিত করা হয়।
সোমবার কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। তিনি শেরপুর উপজেলার একজন স্বনামধন্য শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন।
নবনিযুক্ত সভাপতি এস এম মাহমুদুল হাসান রনি তার বক্তব্যে বলেন, আমি এখানে রাজনীতি করতে আসি নাই। আমি নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আপনাদের সকলের সহযোগিতায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এই কলেজের সর্বোচ্চ সেবা করতে চাই। তিনি কলেজের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাব্লুর দ্রুত সুস্থতা কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত