ইউআইইউতে হার্ভার্ড হ্যাকাথন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL)-এর যৌথ সহযোগিতায় দুই দিনব্যাপী ‘হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫’-এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
রক এনার্জিকে নিয়োগ দিয়েছে ক্যাস্ট্রল
বাংলাদেশে অটোমোটিভ আফটার মার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জিকে নিয়োগ দিয়েছে ক্যাস্ট্রল। এ ব্যাপারে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আরও বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি বাড়বে। ক্যাস্ট্রল ব্র্যান্ডটি বাংলাদেশে আরও বেশি বড় হয়ে উঠবে।’ -বিজ্ঞপ্তি
হাব ও এক্সিম ব্যাংকের চুক্তি
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হজ এজেন্সিকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে হাব ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং হাবের সভাপতি সায়েদ গোলাম সারোয়ার।
সেনোরার উদ্যোগে নারীর স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান
নারীর শারীরিক সুরক্ষা ও মাসিক স্বাস্থ্যবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওজিএসবি (OGSB) এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা (Senora) যৌথভাবে ‘ইনসিওরিং সেফ মেন্সট্রুয়াল হাইজিন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে Gynecologist Society of Bangladesh OGSB’-এর সভাপতি প্রফেসর ডা. ফারহানা দেওয়ান, দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা, ওজিএসবির সদস্যবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি এবং স্কয়ার গ্রুপের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমটিবি ক্যাপিটালের সিইও সুমিত পোদ্দার
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দিলেন সুমিত পোদ্দার। এমটিবি ক্যাপিটাল লিমিটেডে যোগ দেওয়ার আগে সুদীর্ঘ ১৪ বছরের গৌরবোজ্জ্বল ক্যারিয়ারে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের এমডি অ্যান্ড সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট লিড দিয়েছেন এবং সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের করপোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সময়ে রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা।