যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। গত সপ্তাহ থেকে চালানো নিরলস এই হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি। তবে থেমে নেই হামাস।
ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। হামলা হয়েছে লেবানন থেকেও। এমন অবস্থায় ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
এমনকি তাদের নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখতেও বলা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসকারী আমেরিকানদের সতর্ক থাকার এবং বৃহৎ বিক্ষোভ ও রকেট হামলার সতর্কতাসহ ‘বর্তমান উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ এড়িয়ে চলা উচিত এবং নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জানা উচিত।
মূলত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে গত সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার রকেট সাইরেন এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে গত বৃহস্পতিবার তারা এই হামলা চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী সেসময় বলেছিল, গাজা থেকে ছোড়া একটি প্রোজাক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও সেসময় দাবি করে ইসরায়েল।
এদিকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে লেবানন থেকেও। গত বছরের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো শনিবার লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার পর গত চার মাসের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: ইউএস অ্যাম্বাসি
বিডি প্রতিদিন/একেএ