রোমের জেমেলি হাসপাতাল থেকে আজ ছাড়া পাচ্ছেন পোপ ফ্রান্সিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি বলছে, শনিবার (২৩ মার্চ) জেমেলিতে এক সংবাদ সম্মেলনে পোপের তত্ত্বাবধানকারী দলের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি এ কথা জানান।
তিনি বলেন, আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রবিবার (২৪ মার্চ) পোপ ফ্রান্সিস বাড়িতে থাকবেন।
তিনি আরও বলেন, পবিত্র পিতাকে আগামীকাল রবিবার থেকে স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং আংশিকভাবে ওষুধ থেরাপি এবং কমপক্ষে দুই মাসের সুস্থতা এবং বিশ্রামের সময়কাল অব্যাহত রাখার জন্য একটি প্রেসক্রিপশন থাকবে।
টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ বছর বয়সী পোপ উভয় ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন। ধারাবাহিক শ্বাসকষ্টের পর এখন তার শ্বাস-প্রশ্বাসের উন্নতি হয়েছে।
গত সোমবার ভ্যাটিকান ফ্রান্সিসের বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোপের স্বাস্থ্য নিয়ে ভ্যাটিকান নিয়মিত বুলেটিন প্রকাশ করে আসছে।আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগেও ২০২৩ সালের মার্চে তিনি একই হাসপাতালে ব্রংকাইটিসের চিকিৎসার জন্য তিন রাত ছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে অসুস্থতার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত কপ২৮ জলবায়ু সম্মেলনে তার নির্ধারিত সফর বাতিল করতে হয়েছিল। তার জীবনের বিভিন্ন সময়ে বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে ২১ বছর বয়সে ফুসফুসের একটি অংশ অপসারণ অন্যতম।
বিডি প্রতিদিন/নাজিম