টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসার পরও পোপ দুর্বল এবং শ্বাসকষ্টের যন্ত্রণায় ভুগছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার (৮ মার্চ) ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস হাসপাতালে আরো একটি নীরব রাত কাটিয়েছেন। ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চ পোপ ফ্রান্সিস জটিল নিউমোনিয়ায় আক্রান্ত।
গত ১৪ ফেব্রুয়ারি থেকে রোমের জেমেলি হাসপাতালের একটি বিশেষ পোপ স্যুটে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিসের আর্জেন্টাইনের সম্পর্কে সকালের সংক্ষিপ্ত আপডেটে বলেছেন, ‘রাত শান্ত ছিল, পোপ বিশ্রাম নিচ্ছেন।’
আর্জেন্টাইন পোপ ভর্তির পর থেকে বেশ কয়েকবার শ্বাসকষ্টে ভুগছেন। সম্প্রতি ৩ মার্চ কিন্তু বেশ কয়েকদিন ধরে ভ্যাটিকান তার অবস্থাকে ‘স্থিতিশীল’ বলে উল্লেখ করেছে।
৬ মার্চ পোপ ফ্রান্সিস একটি অডিও বার্তা প্রকাশ করেন - হাসপাতালে ভর্তির পর থেকে প্রথমবারের মতো বিশ্ব তার কণ্ঠস্বর শুনতে পেয়েছে। যেখানে তিনি তার সুস্থতার জন্য প্রার্থনাকারীদের ধন্যবাদ জানান। গতকাল শুক্রবার (৭ মার্চ) ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস এখনও ‘জটিল ক্লিনিক্যাল অবস্থায়’ আছেন। তাই ‘পূর্বাভাস এখনও অস্পষ্ট’।
- পোপের অবস্থা আশঙ্কাজনক
- নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস ‘শ্বাসকষ্টে’ ভুগছেন
- হাসপাতালে আরও কয়েক দিন থাকবেন পোপ ফ্রান্সিস
- হাসপাতালে পোপ ফ্রান্সিস
বিডি প্রতিদিন/নাজিম