যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাক্ষাৎকারে জন র্যাটক্লিফ বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তিপ্রক্রিয়ার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা নিয়ে ট্রাম্পের মনে প্রশ্ন উঠেছে এবং সে কারণেই তিনি সহায়তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এই বিরতির ফলে আমরা জেলেনস্কির প্রতিক্রিয়া দেখার সুযোগ পেয়েছি। আশা করি, সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রে এই স্থগিতাদেশ শিগগিরই উঠে যাবে।’
র্যাটক্লিফ আরও উল্লেখ করেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং শান্তি আলোচনার পরিবেশ তৈরি করব।’
একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমিয়ে দিয়েছে। এর মধ্যে নজরদারি ও গোয়েন্দা অভিযানের সংখ্যা হ্রাস পেয়েছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সামরিক অভিযানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের অভিষেকের আগে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেছিলেন, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছিল বলে জানা গেছে।
এর আগে, গত সোমবার ট্রাম্প প্রশাসন কিয়েভে সব ধরনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয়।
ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তি চান না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কিয়েভ যত দিন সৎ উদ্দেশ্য নিয়ে শান্তি আলোচনা করতে সম্মত হবে না, তত দিন মার্কিন সহায়তা বন্ধ থাকবে।’’
সূত্র: সিএনএন, ফক্স বিজনেস
বিডি প্রতিদিন/আশিক