উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি নিরাপত্তা স্থাপনায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার (৪ মার্চ) পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু শহরে এ ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলীয় জেলা বান্নুর পুলিশ বাহিনীর প্রধান জিয়াউ দীন বলেন, বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছেন। এ হামলায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি সম্ভবত বিস্ফোরক ভর্তি একটি গাড়ির কারণে ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিরা দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি স্থাপনার দেয়ালে ধাক্কা দেয়, কিন্তু নিরাপত্তা বাহিনী হামলাটি ব্যর্থ করে দেয়। বিস্ফোরণের পর গুলি বিনিময়ে ছয়জন জঙ্গি নিহত হয়েছে।
হামলার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সাম্প্রতিক বছরগুলিতে আফগান সীমান্তের কাছের এলাকায় পাকিস্তানি পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি তালেবান (টিটিপি) ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর হামলা বেড়েছে।
সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বিস্ফোরণের বিষয়ে ঊর্ধ্ব্তন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম