ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, হামলার পর ঘটনাস্থল থেকে ৩৭ বছর বয়সী এক আলজেরীয় নাগরিককে গ্রেফতার করা করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হামলার সময় ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিলেন বলে জানা গেছে, যার কারণে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে।
হামলায় দুই পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন। একজনের গলায় এবং অন্যজনের বুকে ছুরির আঘাত লাগে। ছুরিকাঘাতে যাকে হত্যা করা হয়েছে তিনি একজন পর্তুগিজ নাগরিক এবং তার বয়স ৬৯ বছর। তিনি হামলার সময় পুলিশকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় প্রসিকিউটরের বরাত দিয়ে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদের ওয়াচলিস্টে থাকায় তাকে ফ্রান্স থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনাকে স্পষ্টভাবে ‘ইসলামিস্ট সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আমি সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে এই অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে বলছি, আমাদের মাটিতে সন্ত্রাসবাদ নির্মূলে আমরা অবিচলভাবে কাজ চালিয়ে যাব।
এই হামলাটি ঘটেছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো-এর সমর্থনে একটি বিক্ষোভের সময়। সেখানে পুলিশ অফিসাররা নিরাপত্তা প্রদানের জন্য টহল দিচ্ছিলেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া বাইরু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, মৌলবাদের আঘাত আবারও আমাদের শোকস্তব্ধ করেছে। এই ঘটনায় আহত ও নিহতদের পরিবার নিয়ে আমি চিন্তিত। আমি আশা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
অভ্যন্তরীণ মন্ত্রী ব্রুনো রেটায়ো শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন বলে জানা গেছে। এই ঘটনায় ফ্রান্সজুড়ে শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম