ইউক্রেন ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন-যুগের কিছু প্রকল্পের আওতায় এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এবং একটি অভ্যন্তরীণ নথির বরাতে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি ও নিরাপত্তার উদ্বেগের শঙ্কায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাইডেনের ‘ইউনাইটিং ফর ইউক্রেন’ নীতির আলোকে ইউক্রেনের প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিককে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তাঁদের অনেকেই অভিবাসন আবেদনপত্রে আবেদন করেছেন, এতে তাঁরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করতে পারবেন বা স্থায়ী হতে পারবেন।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অভিবাসীদের যাচাই-বাছাই প্রক্রিয়া খতিয়ে দেখছেন। এই সময়ে অভিবাসীদের আবেদনপত্র গ্রহণের স্থগিতাদেশ কার্যকর থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম