বইপ্রেমী দুই বন্ধু জোবায়ের ও কামরুল। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা তারা। ঢাকা কলেজে পড়াশোনা করছেন তারা। দুজনই একাডেমিক বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস এবং দর্শন বিষয়ক বই পড়তে পছন্দ করেন। কলেজের গ্রন্থাগারে বই পড়ার পাশাপাশি এক সময় ছোটাছুটি করতেন নীলক্ষেতের বইয়ের মার্কেটে। কলেজের গ্রন্থাগারে না থাকা বইগুলো কিনে পড়তেন হলরুমে অথবা ক্যাম্পাসের মাঠে বসে। দুই বন্ধুর কেনা বইয়ে এক সময় হলরুম পরিপূর্ণ হতে থাকলে স্বপ্ন দেখেন বই বিক্রির। জোবায়ের হাসান তার বন্ধু কামরুলকে বলেন, ‘আমাদের কাছে এখন অনেক বই আছে। এগুলো পাঠ করাও শেষ। চলো, ফেসবুকে একটা পেজ খুুলে আমাদের বইগুলো পাঠকের কাছে কম দামে বিক্রি করব।’ বই বিক্রির উদ্দেশ্যে তারা চালু করেন ‘বইচক্র’ নামে একটি ফেসবুক পেজ। কলেজের সহপাঠীদের প্রচার-প্রচারণা আর নিজেদের চেষ্টায় পরিচিতি লাভ করান বইচক্রকে। পাঠকের জন্য মানসম্পন্ন পুরাতন বই পৌঁছাতে প্রথমে তারা নীলক্ষেত, আজিজ সুপার মার্কেট এবং বাংলাবাজার থেকে নতুন-পুরাতন বই ক্রয় করতেন। পরবর্তী সময়ে পেজটি পরিচিতি লাভ করলে পাঠকের চাহিদা অনুযায়ী নতুন বইও সংগ্রহ করেন। বই বিক্রির পাশাপাশি ক্যাম্পাসের পরিচিত সহপাঠীদেরও ধার হিসেবে বই দেন। বইচক্রের উদ্যোক্তা জোবায়ের হোসেন বলেন, ‘মানুষকে বইমুখী করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।’ অন্য বন্ধু কামরুল হাসান বলেন, আমরা চাই কম দামে মানুষের কাছে বই প্রেরণ করতে এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে।
-গৌরীপুর, ময়মনসিংহ