বঙ্গোপসাগরের গভীর নীল জলে লুকিয়ে আছে ভবিষ্যৎ অর্থনীতির সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে স্বপ্ন দেখছে বাংলাদেশের এক দল তরুণ শিক্ষার্থী। তারা রোবোটিক্স প্রযুক্তির মাধ্যমে সেই সমুদ্রজয়ের প্রস্তুতি নিচ্ছে। এই উদ্ভাবক দলটি মনে করে, একদিন দেশের ভবিষ্যৎ অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে বঙ্গোপসাগর। এই বিশ্বাস থেকেই নীল অর্থনীতি ও জলপ্রযুক্তি নিয়ে কাজ করছে ‘টিম বেঙ্গলবোট’ নামে একদল শিক্ষার্থী। তারা তৈরি করেছে একটি স্বয়ংক্রিয় পৃষ্ঠভাগীয় নৌযান বা ASV (Autonomous Surface Vehicle).. যার নাম দেওয়া হয়েছে ‘তরী ১.০’। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকার নাম থেকেই এসেছে এর নাম। এই তরী একদিন নীল জলরাশিতে বাংলাদেশের পতাকা উড়াবে, এ স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে দলটি। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এক অনন্য রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় ২০০ শিক্ষার্থী হাতেকলমে শিখেছে রোবোটিক্সের মৌলিক ধারণা। সার্কিট বোঝা, সেন্সর ব্যবহার, কন্ট্রোল সিস্টেম, এমনকি ছোট ডেমো রোবট চালানোর সুযোগ পেয়েছে তারা। সঙ্গে জলপথে স্বয়ংক্রিয় নেভিগেশন, বাধা শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ছিল বাস্তব প্রদর্শনী। টেক অটোক্র্যাটস ও তাদের শিক্ষার্থী দল টিম বেঙ্গলবোট কর্মশালার আয়োজন করেছিল। এই টিম বেঙ্গলবোট আগামী বছর যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘RoboBoat 2026’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ৩৪ সদস্যের এই টিম বেঙ্গলবোট দলে আছেন উপদেষ্টা, মেন্টর, শিক্ষার্থী এবং চ্যাপেরনরা। মেন্টর হিসেবে কাজ করছেন কুয়েট ও রুয়েটের শিক্ষকগণ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে এমআইটি, স্ট্যানফোর্ডসহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বাংলাদেশের এই তরুণ দলও প্রতিদ্বন্দ্বিতা করবে। টিম বেঙ্গলবোটের মেকানিক্যাল লিড তানভির রহমান সাদ বলেন, ‘আমাদের তৈরি এই রোবট শুধু প্রযুক্তির উদ্ভাবন নয়, এটি একটি স্বপ্ন। বঙ্গোপসাগরের নীল সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন। বিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার বার্তা পৌঁছে দেওয়ার স্বপ্ন। ‘তরী ১.০’ সেই স্বপ্নযাত্রারই প্রথম ধাপ। এখান থেকে শুরু হবে বাংলাদেশের ভবিষ্যৎ নীল অর্থনীতির রোবোটিক্স বিপ্লব।’
টিম বেঙ্গলবোটের সদস্য ঢাকা মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানি। তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে আমরা রোবোটিক্সের প্র্যাকটিক্যাল দিকগুলো শিখেয়েছি। ভবিষ্যতে তারাও যাতে রোবোসাব বা রোবোবোটের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে।’ রেডিসিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আন নাফিও বলেন, ‘আগামী ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ইউএস নেভির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘RoboBoat 2026’ প্রতিযোগিতা। প্রথমবারের মতো আমরা বাংলাদেশ থেকে সেখানে অংশ নিতে যাচ্ছি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে গৌরবময়ভাবে উপস্থাপন করা এবং দেশের জন্য বিজয় অর্জন করা।’ অন্য সদস্য প্রিয়ন্তি ইসলাম বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত।’ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, ‘আমাদের স্কুলের ২০০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিয়েছে। তাদের আগ্রহ ও শেখার উৎসাহ দেখে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, স্কুল-কলেজ পর্যায় থেকেই যদি রোবোটিক্সের চর্চা শুরু হয় তাহলে বাংলাদেশের তরুণরাই একদিন বিশ্বমানের উদ্ভাবক হয়ে উঠবে।’