কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান বলেছেন, কমিউনিটি ক্লিনিকের ওষুধ সংকট কাটাতে ১২০ কোটি টাকার ওষুধ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস লিমিটেড (ইডিসিএল)। ইতিমধ্যেই ১৫ হাজার বক্স ওষুধ কমিউনিটি ক্লিনিকগুলোতে পৌঁছে গেছে। আগামী সপ্তাহের মধ্যে ওষুধের সংকট কেটে যাবে।
বুধবার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আখতারুজ্জামান বলেন, আরও ২০০ কোটি টাকার ওষুধ কেনা হবে। অপারেশনাল প্ল্যান (ওপি) বন্ধ থাকায় কযেক মাস ধরে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের সংকট ছিল।
সেমিনারে কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার তুলে ধরে পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ বলেন, চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ওষুধের সাপ্লাই চেইন হালনাগাদ করা হবে। যে এলাকায় যে ওষুধের চাহিদা বেশি সেখানে সে অনুযায়ী ওষুধ সরবরাহ করা হবে। অনেক ক্লিনিকে চর্মরোগের ওষুধের চাহিদা বেশি। এছাড়া এক্লাম্পসিয়া প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সহজ ভিপস্টিক টেস্ট সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই/সিআর