ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরার অবস্থা কেমন, তা জানতে জেলা নির্বাচন অফিসারদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোট কেন্দ্র হিসেবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো জরাজীর্ণ সেগুলোর তথ্যও চেয়েছে ইসি। ভোট কেন্দ্রগুলোকে প্রতিবন্ধীবান্ধব করার অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মাঠ কর্মকর্তাদের পাঠানো ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, চূড়ান্ত ভোট কেন্দ্রগুলোর মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোটখাটো মেরামত/সংস্কার প্রয়োজন, সেসব ভোট কেন্দ্রের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হলো। চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ ভোট কেন্দ্রসমূহের তালিকা আগামী ১২ নভেম্বর মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এটি নির্বাচন প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ, যা ভোটারদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে বলে জানায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
ভোটকেন্দ্র প্রতিবন্ধীবান্ধব করার অঙ্গীকার : জাতিসংঘ বাংলাদেশ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের (ওপিডি) যৌথ উদ্যোগে এবং সাইটসেভার্সের ‘ইকুয়াল বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে একটি নির্দিষ্ট সুপারিশপত্র দিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। তারা নির্বাচনে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের দাবি জানিয়েছেন। এদিকে গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংলাপের আয়োজন করা হয়। এতে নির্বাচন কমিশন, জাতিসংঘ, সাইটসেভার্স ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধীদের চাহিদা অনুযায়ী ভোট কেন্দ্র প্রস্তুত করার আহ্বান জানান।
সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূল ধারায় সম্পূর্ণভাবে যুক্ত হোক। তারা যে সুপারিশগুলো দিয়েছেন, আমরা তার সঙ্গে সম্পূর্ণ একমত। যদিও ফেব্রুয়ারির নির্বাচনের আগে সব বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে, আমরা জরুরি পদক্ষেপ নেব যাতে ভোট কেন্দ্রগুলো যতটা সম্ভব প্রতিবন্ধীবান্ধব হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি উদ্যোগও নেওয়া হবে এবং আমরা তা প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই করব।
সংলাপের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৩০ লাখেরও বেশি নিবন্ধিত প্রতিবন্ধী ভোটার রয়েছে। শেষ জাতীয় নির্বাচনে তাদের মাত্র ১০ শতাংশ ভোট দিতে সক্ষম হয়েছিল বলে ধারণা।