ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ১৭ বছর ধরে বিএনপি জনগণের অংশগ্রহণের ওপর ভর করে গণ-আন্দোলন চালিয়েছে। গণতন্ত্রের জন্য লড়াই করেছে। নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে, তা জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি ঠেকাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যদি কোনো প্রাতিষ্ঠানিক গ্রুপ অদৃশ্য কায়দায়, কিংবা সাজানো কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করে, তবে তা দেশের মানুষেরই বিরুদ্ধে একটি নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে, যা পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। যেখানে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ইতিঃপূর্বে বিএনপি সেখানেই রুখে দাঁড়িয়েছে। গণতন্ত্রের প্রয়োজনে বিএনপি সর্বদা নিজের অবস্থানে অটুট থাকবে।
তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ আর কোনো প্রতারণা মেনে নেবে না। তারা ইচ্ছা প্রকাশ করতে চায়, নিজেদের ভোটের মর্যাদা রক্ষা করতে চায়। আর সেই মর্যাদা রক্ষার জন্য প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিএনপি প্রয়োজনে জনগণকে নিয়ে আবারও মাঠে নামবে। বিএনপি নিরাপদ, সর্বজনীন ও জাতীয় পর্যায়ে স্বচ্ছ নির্বাচন আয়োজনে দৃঢ় প্রত্যয়ী।