পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীসহ সারা দেশ থেকে ১ হাজার ৯৯১ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৬৬ এবং অন্যান্য ঘটনায় ৮২৫ জন। এ সময় শটগানের ৯ রাউন্ড গুলি, ছয়টি চাপাতি, দুটি দা, আটটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, ১৩টি কার্তুজ, একটি হাঁসুয়া, একটি সামুরাই কিরিচ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এসব তথ্য জানান। এ ছাড়া আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ১৪ আগ্নেয়াস্ত্র, ১৪৩টি গুলি, আটটি খালি কার্তুজ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মালামাল ও অর্থ উদ্ধার করা হয়েছে। এদিকে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন, ঢাকা হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. রাসেল হাওলাদার, তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ।
এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বেশ কিছুদিন ধরেই জুলাই গণ অভ্যুত্থানের মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত এক সপ্তাহে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।