সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত একজন বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই। গতকাল সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জিরাগাঁও গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মনাফের ছেলে আবদুল মতিন (৩৮) এবং রূপনগর গ্রামের আকবর আলী (৪৫)। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর খেলার মাঠে জিরাগাঁও ও রূপনগর গ্রামের যুবকরা প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলার শেষপর্যায়ে গোল হওয়া নিয়ে দুই পক্ষের মধ্য মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবদুল মতিন। গুরুতর আহত আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।