১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে এবার ছিল না কোনো আয়োজন। বরং ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে গানের আয়োজন করা হয়েছে। সাউন্ড বক্সে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’- এ রকম বিভিন্ন গান বাজাতে ও ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন হতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত থেকেই পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। একই সঙ্গে স্থানীয় বিএনপি-জামায়াত ও এর সংগঠনের নেতা-কর্মীদেরও ওই এলাকায় অবস্থান নিতে দেখা যায়। উপস্থিত ছাত্র-জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা আওয়ামী লীগের কোনো সমর্থক দেখলেই ধাওয়া ও ধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের দুই দিক বন্ধ করে দিয়েছে পুলিশ। কেবল গণমাধ্যমকর্মীদের ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অনেকেই শোক জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। তবে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শ্রদ্ধা জানাতে আসা অনেকে ছাত্র-জনতার রোষানলে পড়েন। অনেককে কৌশলে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। শেরেবাংলা নগর থেকে ফুল নিয়ে আসা এক নারী ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করেন। হালিমা নামে ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, শেখ মুজিবের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাতে এসেছি। তবে উপস্থিত উত্তেজিত জনতা ঘিরে ধরলে পুলিশ তাকে রিকশায় তুলে দিয়ে এলাকা ত্যাগ করতে বলেন। তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে আসেন আরেক দম্পতি। তারা ছাত্র-জনতার রোষানলে পড়েন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বর প্রবেশপথ থেকে অন্তত সাতজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কেউ ফেসবুকে লাইভ করছিলেন, আবার কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন।
ডিএমপির ধানমন্ডি থানার ওসি কাশৈনু বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে- এমন আশঙ্কা থেকে আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা কয়েকজনকে আটক করেছিলাম। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
১৫ আগস্টে শেখ মুজিবের সমাধিতে নীরবতা
১৫ আগস্ট ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। গতকাল ভোর থেকেই কমপ্লেক্সের ভিতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনকি সমাধির আশপাশে দাঁড়াতেও দেওয়া হয়নি।
যদিও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি পালনের কথা ছিল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাধি এলাকা বা আশপাশের এলাকায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। এমনকি কোনো উৎসুক জনতাকেও দেখা যায়নি।
শুধু টুঙ্গিপাড়া সমাধি সৌধ এলাকাতেই নয় গোপালগঞ্জ জেলা সদরসহ পরো জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করেছে।