জামালপুর সদর উপজেলার হবদেশ এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জরুনা বেগম (৫৩) নামে এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ৬ জুলাই দিবাগত রাতে পেট্রোল ঢেলে তার গায়ে আগুন দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সাতজনের নামে সদর থানায় মামলা করেছেন।
জরুনা বেগম সদর উপজেলার হবদেশ গ্রামের মজিবুর রহমানের স্ত্রী। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে মজিবুর রহমানের ছোট ভাই দুলাল মিয়ার সঙ্গে ঝগড়া হয়। এরই জেরে ওইদিন রাতে দুলালসহ কয়েকজন জরুনা বেগমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, প্রধান আসামি দুলাল মিয়া এবং তার ভাই আলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।