ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম। এখন থেকে ঘরে বসেই জিডি করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে স্মার্ট ফোনের মাধ্যমে এই জিডি করা যাবে। গতকাল ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, থানায় নিয়মিত জিডির মতোই নম্বর এবং হালনাগাদ তথ্য পাওয়া যাবে। প্রচলিত নিয়মেও জিডি কার্যক্রম চালু থাকবে। ১০ আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন জিডির মাধ্যমে কাজের স্বচ্ছতা, জবাবদিহি বাড়ার পাশাপাশি নাগরিকদের সময়ও বাঁচবে। জিডির ভিত্তিতে পুলিশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় নাগরিক জীবনে স্বস্তিও আসবে বলে মনে করছে ডিএমপি।