মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। একজনের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। তারা হলেন ওই এলাকার জাকির শেখ (৫০) ও ইস্রাফিল মাতুব্বর (৪২) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের বাবুল শিকদার (২৭)। গতকাল ভোরে সদর উপজেলার পশ্চিম মাঠ বাঘাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে পশ্চিম মাঠ বাঘাবাড়ী এলাকায় তিনজনের রহস্যজনক চলাফেরা দেখে স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করে পিটুনি দেয়। এ সময় জাকির নামে এক যুবকের চোখ তুলে ফেলার চেষ্টা করে তারা। পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে। জাকিরকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। অন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, চোর সন্দেহে তিনজনকে পিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে।