মায়ের সঙ্গে খাবার টেবিলে এক দিন আগেও যারা ছিল তারা আজ নেই। ‘আম্মু স্কুলে যাচ্ছি। টা টা বাই বাই’ বলে আগুনে পুড়ে চিরবিদায় নেওয়া ক্লাস থ্রির ছোট্ট সায়মার মা-বাবা-ভাই এই শোক সইবে কীভাবে! মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় একে একে নিভে গেল ত্রিশের অধিক জীবনপ্রদীপ। শোকে মুহ্যমান গোটা দেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়া যুদ্ধবিমানের আঘাতে নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক ছিল গতকাল। অশ্রুসজল এক দিন পার করলেন দেশবাসী। এর আগেও তো কত শত শোকের দিন পেরিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু গতকালের শোক প্রকাশের ভাষায় ছিল ভিন্নতা। এই শোকে যেন রাগ, ক্ষোভ, অসহায়ত্ব, বেদনা সব একাকার। অনলাইন কিংবা অফ লাইন সব জায়গায় বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের জন্য হাহাকার। নিহতদের বাড়িতে ছিল শোকের মাতম। আত্মীয়-স্বজন আর সহমর্মীরা খুঁজে পাননি স্বজনহারাদের সান্ত্বনা দেওয়ার ভাষা। জানাজায় অংশ নিয়ে চোখের পানি ফেলেছে মানুষ। এমন শোকের দিনে অব্যবস্থাপনা আর অনিয়মের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিশেষ করে রাজধানী ঢাকায় নিয়মিত বিরতিতে ঘটে চলা ভয়াবহ সব দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। ‘মাঝে মাঝে স্বার্থপরের মতো ভাবি, চলে যাব দেশ ছেড়ে কন্যাদের নিয়ে। চোখের কোণে জল জমে এই কথাটা ভাবতে। জল আবার নিমিষেই চলে যায় যে মুহূর্তে ভাবি, প্লেনটা আছড়ে তো আমার কন্যাদের স্কুলের ওপরেও পড়তে পারত। হিসাব মেলে না। এই দেশের পলিটিশিয়ানদের চেয়ারগুলো পলিউটেড হয়ে গেছে, এতে আজ আমার বিন্দুমাত্রও সন্দেহ নেই। তার পরও দোটানায় থাকি, দেশে থাকব বুক ফুলিয়ে? নাকি মাইগ্রেট করে অন্য দেশের থার্ড ক্লাস সিটিজেন হয়ে থাকব? নাকি বুক ফুলিয়ে এ দেশেই থেকে যাব, মরে যাক কন্যারা তবুও। আজকাল, দেশপ্রেম জিনিসটা আসছে না। আসলেও, টানছে না। টানলেও, লাগছে না।’ এভাবেই পুড়ে যাওয়া এ শহরের ফুলগুলোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন আরিফ আর হোসাইন নামের একজন। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে গতকাল সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আদালতে এক মিনিট নীরবতা পালন : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় গতকাল বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে দেশের সব আদালত। গতকাল সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতি আপিল বিভাগ তাদের বিচারিক কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
হাই কোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরুর আগেও এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণেও শোক পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি বিচারিক কার্যক্রম শুরুর আগে সব আদালতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এদিকে এমন শোকের আবহেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে গতকাল বিকালে খেলতে নামে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুই দল। এ সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন মাঠে উপস্থিত দর্শকরাও। কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নামেন দুই দলের ক্রিকেটাররা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বাজানো হয়নি কোনো সংগীত।