রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে দুই নারীর ওপর হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে গতকাল জানান বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার। এর আগে, বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে ওই দুই নারীর ওপর হামলা চালানো হয়। এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়- যা দেশজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। সমালোচনার মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বৃহস্পতিবার রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। যুবদল জানিয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে যুবদল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একজন পথ আটকে তাকে আঘাত করে নিচে ফেলে দেন। সেই নারীর পেছনে আরও এক নারী দৌড়ে নামার চেষ্টা করছিলেন। তাকেও কয়েকজন ধাওয়া করে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা মিলে মেঝেতে পড়ে থাকা দুই নারীকে মারধর করেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বুধবার রাতেই বনানী থানায় একটি মামলা দায়ের করে।
যুবদল নেতা বহিষ্কার : যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন বনানী থানার আহ্বায়ক মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।