ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় দুই ডজনের বেশি পর্যটক নিহতের ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মুখোমুখি অবস্থানের মধ্যে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র : বিবিসি, রয়টার্স
সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি ‘খুবই নিবিড়ভাবে ও গভীর উদ্বেগের সঙ্গে’ পর্যবেক্ষণ করছেন। এখনকার পরিস্থিতির যেন আর অবনমন না হয়, তা নিশ্চিতে উভয় দেশের সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। তিনি বলেন, পারস্পরিক ও অর্থবহ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পাকিস্তান ও ভারতের মধ্যে থাকা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবং সেটাই হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি।