রাজধানীর হাজারীবাগ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও ১ হাজার ৫৪৭টি বিভিন্ন কোম্পানির সিমসহ চক্রের মূলহোতা রাজুকে আটক করেছে র্যাব। গতকাল এসব তথ্য জানান র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বিটিআরসির অনুমোদন ছাড়াই ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন টেলিযোগাযোগের যন্ত্রসামগ্রী (সিম বক্স, রাউটার, অনু, ল্যাপটপ, সিমকার্ড) ব্যবহার করে কিছু ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা করছে। এর মাধ্যমে চক্রটি কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগের বাড্ডানগর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল সরঞ্জামসহ চক্রের মূলহোতা রাজুকে আটক করা হয়।