নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পুরনো বাংলোর নির্জন জঙ্গলে মিলল ২০২৪ সালের জানুয়ারির সংসদ নির্বাচনের প্রায় ১০০ বস্তা ব্যালট পেপার। যার বেশির ভাগই সিলমারা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ডিসির পুরনো বাংলোর নিচে জঙ্গলের মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশির ভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। নাটোর সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত বাড়ি জান্নাতি প্যালেসের নিকটবর্তী ডিসির পুরোনো বাংলো-সংলগ্ন তালাবঘাট পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর পাশের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রায় তিন যুগ থেকে অব্যবহৃত ডিসির ডাকবাংলো ঘুরে করে দেখার সময় তাদের নজরে আসে বস্তায় রাখা ব্যালট পেপারগুলো। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, সেনাবাহিনীর সিও মুক্তাদির হোসেনসহ বিভিন্ন সংস্থার বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।
ডিসির পুরোনো বাংলোর অফিস সহায়ক মো. তসলিম উদ্দিন জানান, ৫ আগস্টের পর পরিবর্তিত সময়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানের সময় ব্যালট পেপারের এই বস্তাগুলো এখানে আনা হয়। ব্যালট পেপারের সঙ্গে এ সময় কম্পিউটারের হার্ডডিস্ক ও যন্ত্রাংশসহ বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম এবং পুরোনো টেলিফোন পড়ে থাকতে দেখা যায়। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নাটোরের জেলা প্রশাসক ছিলেন ‘আওয়ামী ডিসি’ হিসেবে পরিচিত আবু নাছের ভূঞা।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে চারটি শর্টগানসহ ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই পুকুরে আরও অস্ত্র আছে কি না তা খোঁজ করতে পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে প্রায় ১০০ বস্তা ব্যালেট পেপার উদ্ধার করা হয়। কতগুলো ব্যালেট তা পরবর্তীতে গণনা করে জানা যাবে। নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ব্যালট পেপারগুলো নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে। উদ্ধার ব্যালট পেপার কীভাবে এখানে এসেছে তা তদন্ত করা হচ্ছে। এদিকে সংরক্ষিত এলাকার একই স্থান থেকে আগের দিন ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পরের দিন আবার এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেছেন, এসব ব্যালট দেখেই আওয়ামী লীগ আমলের নির্বাচনের সঠিক চিত্র বোঝা যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান বলেছেন, অস্ত্র উদ্ধার এবং ব্যালট উদ্ধারের ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন।