বয়স মাত্র ১৯ বছর। যে বয়সে ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবেন সেই পরিকল্পনা থাকার কথা। কিন্তু মোসাম্মাৎ মীম আক্তারের ভাবনায় অন্য কিছু। মাত্র ১৯ বছর বয়সে বিধবা মীমের চিন্তা কন্যাকে নিয়ে বেঁচে থাকার। একমাত্র কন্যা মিথিলা ইসলাম রোজা গর্ভে থাকা অবস্থায় তার স্বামী আল আমিন রনি ১৯ জুলাই বিকালে মহাখালীতে গুলিবিদ্ধ হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বানারীপাড়া উপজেলার পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে রনি মহাখালীতে একটি ওয়ার্কশপ ও পার্টটাইম খাদ্যপণ্য দ্রব্যে ডেলিভারির কাজ করতেন। স্ত্রী, বিধবা মা ও ভাইবোন নিয়ে মহাখালী সাত তলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গত ৪ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন মীম। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চাখার গ্রামের বাবার বাড়িতে থাকেন তিনি। একটি চাকরির জন্য পাঁচ মাস বয়সি কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন বানারীপাড়া উপজেলার চাখার বাজারের একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেন তিনি। বৃহস্পতিবার সেখানে প্রশিক্ষণ নিতে আসার পর কথা হয় মীমের সঙ্গে। তিনি জানান, পাঁচ মাস বয়সি সন্তান ঘরে একা রেখে আসা যায় না। তাই প্রতিদিন সন্তানকে সঙ্গে নিয়ে আসেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণ নেন। তিনি কন্যাকে নিয়ে সেন্টারে থাকেন। মীম বলেন, বাবা কামাল হোসেন মাঝি চাখার বাজারের ক্ষুদ্র মাছ বিক্রেতা। তার ছোট আরও দুই ভাইবোন রয়েছে। বাবার একার পক্ষে তো সংসার চালানো সম্ভব নয়। নিজের খরচ নিজে চালানোর জন্য চাকরির প্রয়োজন। তাই কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। এইচএসসি পাস করা মীমের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার লক্ষ্য রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাদের পরিবার থেকে দুই তিনবার খোঁজখবর নিয়েছিল। কন্যার জন্মের পর একবার দেখতে এসেছিল। কিন্তু কন্যার জন্য কিছু করে না। মীম বলেন, ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জামায়াতের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সহায়তার চেয়ে একটি স্থায়ী চাকরি জরুরি। নিজে স্বাবলম্বী হয়ে কন্যাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান মীম। জীবনে কোনো ঈদের আনন্দ বাবার সঙ্গে উপভোগ করতে পারবে না কন্যা রোজা। এ কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয় জানিয়ে মীম হয়তো স্বামী বেঁচে থাকলে তাকে ও কন্যাকে নিয়ে আনন্দ করতেন এই ঈদে। সেটা থেকে বঞ্চিত হবেন তিনি ও কন্যা।
শিরোনাম
- ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে : নাসীরুদ্দীন
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাসায় গেলেন রিজভী
- মিয়ানমারে ভূমিকম্প : নিহত ২ হাজার ছাড়াল
- ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা
- ঈদ আনন্দেও ব্যস্ত নারী ক্রিকেট দল, রইলেন মিরপুরেই
- ত্রিপাঠীর ব্যর্থতাই চেন্নাইয়ের সমস্যা, ইঙ্গিত দিলেন রুতুরাজ
- ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির
- নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন হাসনাত আবদুল্লাহ
- ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার ৫
- রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- লক্ষ্মীপুরে ঈদ আনন্দ নেই শহীদ পরিবারে, খুনিদের ফাঁসির দাবি
- জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়
- কুমারখালীতে ঈদগাহে চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৯
- ড. মুহাম্মদ ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানালেন শেহবাজ শরীফ
- দেড় দশক পর মুক্ত পরিবেশে বিএনপি নেতা-কর্মীদের ঈদ
- ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
- ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হওয়ার শঙ্কা বিএনপির
- তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম, একজনের গলা কেটে হত্যার চেষ্টা
- আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত
- ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যেসব সিনেমা
বরিশাল
বাবাহীন শিশু রোজার ঈদ
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর