জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা একটা ভয়াবহ সময় পার করে এসেছি। এখন প্রথম স্বাধীনতা ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক হচ্ছে। আমরা যারা গত ১৫ বছর আওয়ামী নির্যাতনের ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে এটা হয়তো স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সব সময় হয়ত স্বাধীন ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা।’
গতকাল বিকালে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ২০২১ সালের ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে’ শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
ভারতের বাংলাদেশ নীতির কড়া সমালোচনা করে নাহিদ তাঁর বক্তৃতায় আরও বলেন, শেখ হাসিনার ‘ফ্যাসিজমের’ মূল কারিগরও ছিল ভারত। আওয়ামী লীগ সব সময় ভারতের স্বার্থ রক্ষা করে রাজনীতি করেছে। গত তিন-তিনটা নির্বাচনে ভোট ডাকাতি করে সব বিরোধী রাজনৈতিক দলকে দমন করে ক্ষমতায় থাকতে পেরেছে, এর মূল কারিগর ছিল ভারত। ভারতের সহযোগিতা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে দীর্ঘায়িত করতে পেরেছে।