ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী গতকাল সকালে বুয়েন্স আইরিশে মুখোমুখি হয়েছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিলকে। বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে খেলেননি লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাওতারো মার্টিনেজ এবং ব্রাজিলের পক্ষে খেলেননি নেইমার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ-২০২৬ নিশ্চিত করেছে অর্জেন্টিনা। বিশ্বকাপ সবার আগে নিশ্চিত করেছে জাপান। এরপর নিউজিল্যান্ড ও ইরান। চির প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করার ম্যাচটিতে বাংলাদেশকে স্মরণ করেছেন এঞ্জো ফার্র্নান্দেজ। নিজের ফেসবুক পেজে এক বার্তায় বাংলাদেশের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান ফার্নান্দেজ, ‘এই জয় আপনাদেরও’।
ব্রাজিল গত ৬ বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে পারছে না। এবার স্বপ্ন দেখেছিল মেসিবিহীন বিশ্ব চ্যাম্পিয়নদের হারাবে। কিন্তু বুয়েন্স আইরিশের ম্যাচে কোনো লড়াই করতে পারেনি। এই ম্যাচে শুধু মেসি নন, খেলেননি পাওলো দিবালা ও লাওতারো মার্টিনেজ। পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলে শট নেয় ১২ বার। গোল করে ৪টি। ব্রাজিলের পায়ে বল ছিল ৪৫ শতাংশ এবং গোলে শট নিয়েছে মোটে তিনটি। গোল করেছে একটি। আর্জেন্টিনার পয়েন্ট ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট এবং ব্রাজিলের পয়েন্ট ১৪ ম্যাচে ২১। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩ এবং তিনে থাকা উরুগুয়ের পয়েন্ট ২১।