ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, তাঁর বিরুদ্ধে বাকি মামলা শেষ করেই দেশে ফিরবেন তিনি। বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে আর মাত্র একটি মামলায় সাজা বহাল রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তারেক রহমানকে ২০০৮ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তিনি। এখন পর্যন্ত সেখনেই আছেন।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এসব মামলায় সাজাও হয়েছে। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যেতে হতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারাগারে গেলে দলের কোটি কোটি নেতা-কর্মী সমর্থক ঘরে বসে থাকতেন না। মুক্তির দাবিতে রাজপথে নেমে আসতেন। দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো। এ সংকট চাননি বলেই আইন মেনে সব মামলা শেষ করে তিনি দেশে ফিরবেন আশা করা যায়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয় তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমানকে সহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় ডা. জুবাইদা এবং তাঁর মায়ের বিরুদ্ধে। ২০২৩ সালের ২ আগস্ট এ মামলায় তারেক রহমানকে নয় বছর এবং জুবাইদা রহমানকে তিন বছরের কারাদ দেন ঢাকার একটি আদালত। এ মামলাটি এখন হাই কোর্টে বিচারাধীন।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অন্যান্য মামলার মতো এ মামলাটির ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে। বিএনপির পদে আছেন সুপ্রিম কোর্টের এমন এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ মামলাটি নিষ্পত্তি হওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাবনা নেই।
আইনজীবীরা বলছেন, যেসব মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে, সব কটিতেই তাঁকে পলাতক দেখনো হয়েছে। তিনি কোনো মামলার সাজাই খাটেননি। সম্পদের তথ্য গোপনের মামলাটিতে তাঁকে পলাতক দেখানো হয়েছে। ফলে এ সাজা মাথায় নিয়ে তিনি দেশে ফিরলে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে, জেলে যেতে হবে। সম্ভবত এ কারণেই তিনি দেশে ফিরছেন না।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতা-কর্মীসহ অনেকে ভেবেছিলেন, তারেক রহমান শিগগিরই হয়তো দেশে ফিরবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাত মাস পেরিয়ে গেলেও তারেক রহমানের দেশে ফেরার আভাস নেই। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীসহ দেশবাসীর এ ধোঁয়াশা কাটাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সংসদ নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁর (তারেক রহমানের) মামলাগুলো শেষ করার চেষ্টা করছি। সেজন্য সময় লাগছে।’
যেসব মামলা থেকে খালাস : সর্বশেষ দেড় দশক আগের অর্থ পাচার মামলার দায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন দেশের সর্বোচ্চ আদালত। এ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন আল মামুনের আপিলের ওপর ৬ মার্চ এ রায় হয়। মামলাসংশ্লিষ্ট আইনজীবীদের ভাষ্য, মামলার প্রধান আসামি মামুন নির্দোষ সাব্যস্ত হওয়ায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না থাকলেও খালাসের রায়ের সুবিধা পেয়েছেন তারেক রহমান। বিচারিক আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে খালাস দিলেও পাঁচ বছর আগে হাই কোর্ট তাঁকে সাত বছরের কারাদ দিয়েছিলেন। এর আগে ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালত ও বিচারিক আদালতের রায় বাতিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার ছয় আসামিকেই খালাস দেন সর্বোচ্চ আদালত। এ মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে ১০ বছরের কারাদে র সঙ্গে অর্থদ দিয়েছিলেন। এরপর ১ ডিসেম্বর আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকেও তিনি খালাস পান। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতের রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদে র রায় দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদ ।
৩১ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলাটি খারিজ করে দেন নড়াইলের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহদী হাসান। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদ দিয়েছিলেন আদালত। পুনর্বিচারের আদেশে মামলাটি খারিজ করা হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ৮২টির মতো মামলা হয়েছিল। ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে এসব মামলা হয়েছে। বেশির ভাগ মামলাই ছিল মানহানির। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা খারিজ হয়ে গেছে। জরুরি অবস্থার সময় করা কিছু চাঁদাবাজির মামলাও হয়েছিল, যেসব মামলার আইনি কোনো ভিত্তি ছিল না। শেখ হাসিনার আমলে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছিল। এ মামলাটিরও আইনি কোনো ভিত্তি ছিল না, যে কারণে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ মামলাগুলো বাতিল করে দিয়েছেন। বিগত সরকারের আমলে পাঁচটি মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ এখন পর্যন্ত চারটি মামলায় তাঁকে খালাস দিয়েছেন।