মাগুরায় শিশুসহ সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়ন, নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ চলছেই। গতকালও রাজধানীসহ বিভিন্ন স্থানে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ কর্মসূচি’ করেছে ভূগোল ও পরিবেশ বিভাগ। ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর, যৌন নিপীড়ন বন্ধ ও নারীদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ র্যালি করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দুপুরে হাই কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আছিয়াসহ সব বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, কার্জন হল এরিয়া, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ভূগোল ও পরিবেশ বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ফার্মেসি, ম্যানেজমেন্ট বিভাগ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, প্রাণিবিদ্যা, সমাজবিজ্ঞান ইত্যাদি বিভাগ ও অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশ শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’; ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’; ‘আমার বোন তোমার বোন, আছিয়া আছিয়া’; ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’; ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাসি দে’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘২৪-এর বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’; ‘জাহাঙ্গীর করে কী? খায় দায় ঘুমায় নাকি?’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভ সমাবেশে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, যারা ধর্ষক তাদের শুধু ফাঁসি দিলে হবে না, ফাঁসি দিলে আমরা দেখতে পারি না। যত দ্রত সম্ভব ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে যেমনটা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ক্লাস বর্জনের ফলে পড়াশোনার গতি থেমে যাওয়ায় শঙ্কা প্রকাশ করে তিনি ধর্ষণ নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুত সমাধান করার আহ্বান জানান সরকারের কাছে।
ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, আমরা ধর্ষকদের কোনো বিচার হতে দেখছি না। আমরা ধর্ষকদের এমন বিচার চাই যার ফলে কেউ ধর্ষণের কথা চিন্তাও না করে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ফ্লোরে শিক্ষক-শিক্ষার্থীর আয়োজনে গতকাল সমাবেশ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা করেছেন মানববন্ধন। একই সময় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। পৃথক মানববন্ধন ও সমাবেশে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ধর্ষণ, খুন, রাহাজানি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আছিয়ার ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করে মব জাস্টিস নামে চলমান অস্থিতিশীল পরিবেশ রোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
যশোর : যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দল সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, জেলা মহিলা দলের যুগ্মসম্পাদক রাফাত আরা ডলি, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভিন শেলী ও যশোর নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।
বগুড়া : সারা দেশে ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছেন সর্বস্তরের শিক্ষার্থী। বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় বিক্ষোভে অংশ নেয় বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় প্রতীকীভাবে ফাঁসির দ প্রাপ্ত এক ধর্ষকের হাতে এবং কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া দুই নারীর দৃশ্য ফুটিয়ে তোলেন তারা। বিক্ষোভ শেষে মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। দুপুর ১২টার পর তারা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নিয়ে বক্তব্য দেন।
এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়ায় সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীরা সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
দিনাজপুর : মাগুরায় আট বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জেলা মহিলা দল। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের নিমতলা মোড় এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের ৫ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে নিমতলা প্রেস ক্লাবের সামনে থেকে বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ করে।
এ ছাড়া সকালে বোচাগঞ্জে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে শত শিক্ষার্থীর কণ্ঠে ‘তুমি কে আমি কে আছিয়া, আছিয়া’ ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’ স্লোগান ধ্বনিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলত হয়। এ সময় তারা ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’ ‘আমার বোনের কান্না আর না আর না’ ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ স্লোগান দেওয়া হয়।
ঝিনাইদহ : ধর্ষণ ও নারী সহিংসতা, খুন, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদে র দাবিতে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। সকালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহরের পায়রা চত্বরে মানববন্ধনে অংশ নেয়।
গাইবান্ধা : আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বাংলাবাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। সেখান থেকে পরে মিছিলটি ক্যাম্পাস চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
রাজশাহী : দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠন একই দাবিতে কর্মসূচি পালন করেছে। বেলা ১১টায় তালাইমারী মোড়ে সড়ক অবরোধ করে কর্মসূচি শুরু হয়। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করে ইসলামী ছাত্রশিবির।
পঞ্চগড় : ধর্ষণের বিরুদ্ধে পঞ্চগড়ে পৃথকভাবে জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোডের ডোকরোপাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
লক্ষ্মীপুর : ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানিকগঞ্জ : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতর অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।
শাবিপ্রবি : নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্রদল। দুপুরে সোনারগাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপস্থিত শিক্ষার্থীরা। মিছিলটি মোগরাপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়।
ফেনী : মাগুরা জেলার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণসহ সারা দেশে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেনীতে প্রতিবাদ ও কুশপুতুল দাহ হয়েছে। সকালে ফেনী সদর হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জেগেছে রে জেগেছে বাঘিনিরা জেগেছে, ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়ান শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক।
নরসিংদী : নরসিংদীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। দুপুরে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে নারী অঙ্গন নামে একটি সামাজিক সংগঠন এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মাববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদে র দাবিতে মানববন্ধন করেছে মহানগর ছাত্রদল। দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রাজবাড়ী : বিভিন্ন স্থানে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে রাজবাড়ী স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী সার্কেল’ মানববন্ধনের আয়োজন করে। বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাব চত্বরে রাজবাড়ী জেলা মহিলা দলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাটোর : নাটোরের সিংড়ায় নারীর ক্ষমতায়ন ও নিপীড়নবিরোধী মানববন্ধন করেছে তৃণমূলের প্রান্তিক কৃষক ও শ্রমজীবী নারীরা। কান্দিভিটা সমউন্নয়ন মহিলা সমিতি কসমসের আয়োজনে বেলা ১১টায় চলনবিলের শহরবাড়ী গ্রাম এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাবি : নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ফের আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর শিক্ষার্থীরা। এতে ১৫ দিনে তদন্ত সম্পন্ন করে ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ নিশ্চিতের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ দাবি জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে।
পিরোজপুর : ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বেলা ১১টায় স্থানীয় শহীদ মিনারে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নীলফামারী : নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল দুপুরে নীলফামারী সরকারি কলেজে ছাত্রদল কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহ : ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতা। সকালে নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
কুমিল্লা : ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড এলাকায় প্রায় সোয়া ঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়।
এতে মহাসড়কের দুই পাশে অন্তত ৬ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ, সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।