রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে গতকাল যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি রাজউকের সদ্য বিদায়ি চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)-এর স্থলাভিষিক্ত হয়েছেন।
যোগদানকালে নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কিছুদিন কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে আসলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবলসংকট রয়েছে, এই সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় রাজউক সভাকক্ষে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে সাদরে বরণ করে নেন। প্রসঙ্গত, রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) (অ. দা.) হিসেবে কর্মরত ছিলেন। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন।