সারা দেশে নারী ও শিশু ধর্ষণ- নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১২টার দিকে কবি সুফিয়া কামাল হল থেকে একদল নারী শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হন রোকেয়া হলের সামনে। সেখানে দলে দলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।