ভোলার চরফ্যাশনে চোর চক্রের সর্দার আখ্যা দিয়ে মধ্যযুগীয় বর্বরতা ঘটিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী একজোট হয়ে শাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। এখানেই থেমে থাকেনি তারা। চাকু দিয়ে খুঁচিয়ে তার দুই চোখ তুলে ফেলেছে! পরে খবর পেয়ে স্থানীয় এক গ্রাম পুলিশ সদস্য মুমূর্ষু শাজাহানকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গত রবিবার (২ মার্চ) চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, শাজাহান বংশগতভাবে চোর। তার বাবা কুখ্যাত ছিডু চোর নামে পরিচিত ছিলেন। বাবার পেশায় এসে শাজাহান চোর চক্রের সর্দার হয়েছেন। সম্প্রতি আশপাশের এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। এজন্য শাজাহানকে সন্দেহ করা হয়। রবিবার বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে ধরে নিয়ে যায়।
এদিকে শাজাহানের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, সন্দেহজনকভাবে তার স্বামীকে বাড়ি থেকে তুলে নেয় স্থানীয় লোকমান মাওলানার ছেলে সাকিব এবং তার দলবল। পরে তাকে মারধরের করে হাত-পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে খুঁচিয়ে দুই চোখ তুলে ফেলে। তিনি দোষীদের বিচার দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে মো. সাকিব জানান, ‘মিন্টিজ পেশাদার চোর এবং চোর চক্রের সর্দার। স্থানীয়রা তাকে দেখে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই দেয় এবং চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।’