চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় যুক্ত হবেন তরুণ ও বাদ পড়া ভোটাররা। এর আগে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে ইসি। এতে নতুন ভোটার হয়েছিল ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। সব মিলে সারা দেশে ওইদিন পর্যন্ত ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।
এদিকে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত করার কাজ অব্যাহত রয়েছে। তা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এক্ষেত্রে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কার্যক্রম। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের সময় যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, তারা নিবন্ধন কেন্দ্রে (ছবি তোলার কেন্দ্রে) গিয়ে ভোটার হতে পারবেন। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফরম-২ পূরণ করতে পারেননি; তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফরম-২ পূরণ করে ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হতে পারবেন।
ইসি জানিয়েছে, চলমান ভোটার তালিকা হালনাগাদে ১৭ বছর বয়সি এবং ভোটারযোগ্য বাদ পড়া মিলিয়ে প্রায় অর্ধ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে বাদ যাবেন- এমন ১৫ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
আজ ভোটার দিবস : আজ সপ্তম জাতীয় ভোটার দিবস। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে ইসি। “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দিবসটি উদযাপন করা হচ্ছে। আজ সকাল ৯টায় নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম, নাসির উদ্দীন। এ ছাড়া নির্বাচন ভবনে বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করেছে ইসি।
ইসির তথ্য অনুযায়ী, চলমান ভোটার হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখ ৭৬ হাজার ৮৪৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৯ হাজার ৩৭৫ জন। এর মধ্যে বাদ পড়া ভোটার- ৩১ লাখ ২৭ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৬৪ হাজার ৩৮০ এবং নারী ১৬ লাখ ৬২ হাজার ৯৯২ জন এবং হিজড়া ১৪৭ জন। নতুন ভোটার- ১৮ লাখ ৪৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৫৩ হাজার ৩১২ এবং নারী ৮ লাখ ৯৫ হাজার ৭৭৬ জন এবং হিজড়া ২৩৮ জন। মৃত ভোটার কর্তন- ১৫ লাখ ২৭ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৭৩ হাজার ৪২৯ এবং নারী ৬ লাখ ৫৩ হাজার ৪০৯ এবং হিজড়া ৫৮৮ জন।