পুলিশে বড় রদবদল ঘটিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল একযোগে ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি ১০২ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
কর্মকর্তাদের বদলির প্রজ্ঞাপনে দেখা গেছে, এর মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এদিকে, পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১০২ কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে, পুলিশের ওএসডি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের যে সব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে সে সব কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপূর্বক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়।