বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৫ বছরে দেশের শেয়ারবাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এ লুটপাটকারীদের বাজার থেকে বের করে দিতে হবে। তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
গতকাল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক?্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। আরও বক্তব্য দেন- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, গণসংগতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, ডিএসইর সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী প্রমুখ। আমীর খসরু বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর কীভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে স্টক মার্কেটকে ব্যবহার করা হয়েছে। যারা পুঁজিবাজার লুটপাট করেছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারাই ঘুরেফিরে আবারও পুঁজিবাজারে এসব কর্মকাণ্ড চালাবে। কারণ দিন শেষে টাকা কথা বলে।
বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক সমস?্যায় জর্জরিত হয়েছে। এর মধ্যে ২০১০ সালের ধসের পর অলিখিতভাবে ফোর্সড সেল বন্ধ করে ও করোনা মহামারিকে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে।