সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তারা বিভিন্নভাবে রাজনৈতিক সুপারভিশনের মধ্যে ছিল। ফলে নিজেদের কাজ স্বাধীনভাবে করতে পারেনি। পুরো পুলিশ বাহিনীকে ডিমোরালাইজ করা হয়েছে। এ অস্থির পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। রাতারাতি কিছু করতে পারবে না। দ্রুত আইনশৃঙ্খলার কোনো উন্নতি হবে এমনটি দেখা যাচ্ছে না। এ ছাড়া পুলিশে একটি বড় স্থানান্তর হয়েছে। তিনি বলেন, স্থানান্তর হলে কাজ করা খুব কঠিন। আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য স্থানীয় ধারণা থাকা জরুরি। বর্তমানে সেটা পুলিশ বাহিনীতে একদম নেই বললেই চলে। ফলে তারা সঠিক কাজটি করতে পারছে না। সেই ঘাটতি পূরণ করতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে নুরুল হুদা বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতে পারছে না। যারা সুপারভাইজ করে তারা হয়তো ঠিক আছে। কিন্তু যারা নির্বাহী তারা কাজের ক্ষেত্রে বড় রকমের ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে। তারা দায়িত্ব পালন করতে পারছেন সেটা অযোগ্যতা নয়। নতুন পরিস্থিতিতে খাপখাওয়ার ব্যাপার আছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গকারী যাদের গ্রেপ্তার করা হয় কিছুদিনের মধ্যেই তারা জামিন পেয়ে বাইরে এসে একই কাজে জড়িত হয়ে পড়ছে। এখানে যদি সঠিক তথ্য বা তদন্ত প্রতিবেদন দিয়ে অপরাধীর বিরুদ্ধে শক্ত যুক্তি তুলে ধরা না যায় তাহলে জামিন তো পাবেই। এখানে খুব সচেতন থেকে কাজ করা দরকার।