ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আল্লাহর ভয় যার অন্তরে নেই ওই মানুষ এমনকি আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে, সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে।
গতকাল বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে তিন দিনব্যাপী মাহফিলের আখেরি বয়ানে তিনি এসব কথা বলেন। বয়ানের পর চরমোনাই পীর মুসল্লিদের বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হওয়ার নসিহত দেন ও তাওবা করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান। পরে আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি প্রার্থনা করেন। এবারের মাহফিলে চারজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। মাহফিলের অস্থায়ী হাসপাতালে প্রায় তিন সহস্রাধিক মুসল্লির চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে এবার ১০ জন বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আখেরি বয়ানে চরমোনাই পীর আরও বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করতে হবে। গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।