রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা ও সরকারি কাজে বাধা দেওয়া এবং অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আটক পাঁচজনকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলাতেই অভিযানে আটক পাঁচজনসহ অজ্ঞাত আরও ২০-২২ জনকে আসামি করা হয়েছে। নিহত দুজন হলেন- মিরাজ হোসেন ও মো. জুম্মন। গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. হোসেন, মিরাজ, মমিনুল, মেহেদী এবং মো. আল আমিন।
পুলিশ বলছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ির ওপর থেকে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে জুম্মন ও মিরাজের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। নিহত জুম্মনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৯টি এবং মিরাজের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিকে, অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে গ্রেপ্তারদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান।