দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের চক্রান্ত প্রতিহতসহ বিভিন্ন দাবিতে গতকাল বেশ কয়েকটি জেলায় জনসমাবেশ করেছে বিএনপি। সমাবেশে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলা হয়, সংস্কারের গল্প বলে অহেতুক সময় নষ্ট না করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। না হলে বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী : ‘সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ গতকাল নোয়াখালীর জনসভায় বলেন, ‘নতুন নতুন কথা শুনছি। কখনো বলা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। আবার বলছে সংস্কারের পর নির্বাচন, শেখ হাসিনার বিচার শেষ করে নির্বাচন হবে- ইত্যাদি।’ তিনি বলেন, ‘এসব কথা বলার সুযোগ নেই। আপনাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই।’
গতকাল বিকালে নোয়াখালী মাইজদীর জেলা জজ কোর্ট সড়কে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়- মনে হয় তারা কোনো এক দিকে ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্বেগ যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এ দেশ পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে। এখন তাদের একমাত্র দায়িত্ব আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।’
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া. জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, প্রমুখ।
সিলেট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, ‘কিছু দল বারবার কোল বদল করে। কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকে। দয়া করে আপনারা একটা জায়গায় স্থির হোন। রাজনীতি নিয়ে খেলা বন্ধ করুন।’ তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা জাতীর কাছে ক্ষমা চান। তওবা করেন। আপা আপা বলে আর লাভ হবে না। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নেত্রী নয়। সে তার পরিবারের নেত্রী। তাই পরিবারের সবাইকে নিয়ে দেশ থেকে পালিয়েছেন। এখনো শেখ হাসিনার পরিবারের কেউ গ্রেপ্তার হয়নি।’
গতকাল বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দীকি, সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
সিরাজগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আইনজীবী একটি মহান পেশা। এটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করা কাম্য নয়। আইনজীবীদের মাধ্যমেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী আইনজীবীরা তাদের নিজেদের স্বার্থে আইনপেশাকে ব্যবহার করেছে। যে কারণে বিএনপিসহ অন্যান্য দলের ব্যক্তিরা সুবিচার থেকে বঞ্চিত হয়েছে।’ তিনি গতকাল দুপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ বাসভবনে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
পিরোজপুর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পিরোজপুরের জনসভায় বলেন, ‘সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময় ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ সম্পাদক ডা. রফিকুল করিম লাবু, সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন প্রমুখ।