নারী পাচারের ঘটনা নিয়ে গেল সেপ্টেম্বরে ইংরেজি ভাষায় ‘ডট’ নামের যে সিনেমা নির্মিত হয়েছে সেটি এবার যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে।
সিনেমার প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে 'ডট'। ক্যালিফোর্নিয়ার পর যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।
বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে ।
সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে, নদীপাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া।
গল্প নিয়ে ইমন বলেন, “এটি থিওরিটিক্যাল সিনেমা। একটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবন চরিত্র নিয়ে। একজন নারী পাচারকারী, গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ট্র্যাপে ফেলে কীভাবে তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, তাদের ধ্বংস করে দেয় সেই চিত্র তুলে ধরা হয়েছে ডট সিনেমায়।"
ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘ডট’। গত ৫ সেপ্টেম্বর দেশের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডট’।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ