পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বগুড়া সদর উপজেলার এক নম্বর ফাঁপোর ইউনিয়ন পরিষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা আগামীর নতুন বাংলাদেশ গড়ার কারিগর। তাদের পড়াশোনা এগিয়ে নিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। অধ্যায়নের পাশাপাশি সৃজনশীল ও মানবিক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
এক নম্বর ফাঁপোর ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু রায়হানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, ফাঁপোর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিতিশ চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী বনি আমিন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিন, রুবেল উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কামাল