করোনার পর আড়ালেই ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। গত ফেব্রুয়ারিতে তিনি সেই আড়াল ভাঙেন, জানান বিয়ের কথা। বর্তমানে সংসার-সন্তান নিয়ে তিনি পুরোপুরি ব্যস্ত এ অভিনেত্রী।
সম্প্রতি পপি পরিবারসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা পুরো পরিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে পপির নতুন কোনো ছবি মুক্তি পেল। তবে সিনেমার প্রচারণায় দেখা যায়নি তাকে।
এদিকে, গত মাসে প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েছিলেন পপি।
বিডি প্রতিদিন/কেএইচটি