অরনী নামে এক মেয়েকে এলাকার বখাটে ছেলে তারিকুল উত্তক্ত্য করে। নানাভাবে অরনীর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অরনী মোটেও পাত্তা দেয় না। তার আবার দুইদিকে সমস্যা। সে তারিকুলকেও থামাতে পারে না আবার বাবার কাছেও বলতে পারে না।
এর মধ্যে তরিকুল মিরাজ নামে এক ছেলেকে টাকা দিয়ে ম্যানেজ করতে চায়। মিরাজ আইটি এক্সপার্ট। সে যাতে অরনীর আইডি হ্যাক করে দেয়। তবে মিরাজের মন গলে যায় অরনীর প্রতি এবং তার অবস্থার প্রতি সহমর্মিতা জন্মায়। এই সময় তারিকুল আরও উন্মত্ত হয়ে ওঠে। প্রশ্ন থেকে যায়—অরনী কি নিজেকে রক্ষা করতে পারবে? নাকি প্রতারণার নতুন অধ্যায় শুরু হবে?
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। গল্প ও চিত্রনাট্যও তারই। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহি, রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজল। সংগীতে রয়েছেন তাসনুভ, আর নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি।
আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, ‘‘আমরা এটিভি ইউএসএ’র মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বজুড়ে পৌঁছে দিতে চাই। ‘মন খারাপের দিনে’ আমাদের সেই প্রচেষ্টার প্রথম পদক্ষেপ। দর্শকরা গল্প ও সামাজিক বার্তা দুইই পাবেন। সহযোগিতা পেলে আমরা নিয়মিত মানসম্পন্ন নাটক উপহার দিতে চাই।’’
ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত এই নাটক আগামী বৃহস্পতিবার, ৮ অক্টোবর অবমুক্ত হবে এটিভি ইউএসএ’র ইউটিউব চ্যানেলে।
বিডি প্রতিদিন/আশিক