বরিশালের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানিক দলের উপর জেলেরা হামলা করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় মেঘনা নদীর হিজলা উপজেলার কালিগঞ্জ অংশে এ হামলা হয়। হামলায় হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্টগার্ড সদস্যরা আহত হয়েছে। আটক করা হয়েছে হামলাকারী ৭ জেলেকে। এছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে মৎস্য অধিদপ্তরের একটি স্পিড বোট। ডুবে গেছে জেলেদের একটি নৌকা।
আটক জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা জাহের সরদারের ছেলে জীবন সরদার, আহমদ আলী সরদারের ছেলে আব্দুর রহিম সরদার, ইউসুফ ঘরামীর ছেলে মিরাজ ঘরামী, রশিদ মাঝির ছেলে সাদ্দাম মাঝি, সৈকত পাটোয়ারীর ছেলে রায়হান পাটোয়ারী, আব্দুল বাসেতের ছেলে বরকত উল্ল্যাহ ও কবির বেপারীর ছেলে সুজন বেপারী।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের দেয়া একটি ভিডিওতে দেখা গেছে, মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি নৌকা জাল ফেলছে। অভিযানিক দল তাদের থামার সংকেত দেয়। তখন তারা পালানোর চেষ্টা করছে। অভিযানিক দল তাদের পিছু ধাওয়া করে। কাছকাছি পৌঁছালে অপর পাশ থেকে আরো একটি জেলে নৌকা নিয়ে এসে অভিযানিক দলের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। তখন অপরটি থেকে এলোপাতারিভাবে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। মাঝ নদীতে স্পিড বোট ও জেলে নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে মৎস্য অধিদপ্তরের স্পিড বোট ক্ষতিগ্রস্থ হয় এবং একটি জেলে নৌকা ডুবে যায়। তখন সাতরে পার হওয়ার সময় ৭ জেলেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা আলম বলেন, হামলার ঘটনায় নিয়মিত মামলা করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল