বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিনটি পালনে মঙ্গলবার নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। বরিশাল জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীন হিতৈষী সংঘ ও সিনিয়র সিটিজেন ওয়েল ফেলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এর আগে সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রবীণ হিতৈষী সংঘ ও বরিশাল জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি মো. নূরুল আলমের সভাপতিত্বে পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন প্রবীণ কল্যাণ সংগঠনের প্রতিনিধি, সমাজসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ নয়, তাদের সামাজিক, ধর্মীয় ও মানবিক গুণাবলী শিক্ষা দিতে হবে। আমরা নিজেরা যদি বৃদ্ধাশ্রমে যেতে না চাই, তবে পরিবার থেকেই সন্তানদের সম্মান ও ভালোবাসার শিক্ষা দিতে হবে। বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও মমতা দেখিয়ে সন্তানদের জন্য উদাহরণ হতে হবে।
বিডি প্রতিদিন/এমআই