প্রথম অ্যালবাম নিয়ে আসছেন ‘যদি আবার’ গান দিয়ে সাড়া তোলা গায়ক এনজেল নূর। সাতটি গান নিয়ে তৈরি ‘প্রাণ-ত’ শিরোনামের অ্যালবাম প্রকাশ হবে অক্টোবরের শেষে।
২০১৯ সালের ডিসেম্বর থেকে গান গাওয়া শুরু করেন এনজেল। চার বছরের ক্যারিয়ারে এক বছর আগে ‘যদি আবার’ দিয়ে প্রথম মৌলিক গান প্রকাশ করেন তিনি। প্রথম গান দিয়েই পরিচিতি পান এই শিল্পী। গানটি প্রশংসা পেয়েছে ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কাছ থেকেও।
চলতি বছরের মে মাসে প্রকাশ পায় এই শিল্পীর আরেকটি গান ‘তিল’। এবার অ্যালবাম নিয়ে আসছেন নূর। নূর এখন পর্যন্ত প্রায় ৩৬টি গান লিখেছেন ও সুর করেছেন। এর মধ্যে বাছাই করা সাতটি গান আসছে 'প্রাণ-ত' অ্যালবামে। গানগুলো হল ‘মায়াফুল’, ‘বন্ধুনামা’, ‘ইচ্ছে’, ‘কিছু কথা’, ‘প্রাণ-ত’সহ আরও কিছু গান।
নিজের প্রথম অ্যালবাম নিয়ে নূর বলেন, “আমার তো অনেকগুলো গান লেখা রয়েছে, আমি এক দুইটা করে গান দিচ্ছি, এটা নাকি মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। আমিও ভাবলাম একটা একটা করে গান রেডি করার থেকে অনেকগুলো গান একসাথে করে ফেলি। সেই চিন্তা থেকে সাতটি গান নিয়ে একটা অ্যালবাম তৈরি করার ইচ্ছে রয়েছে। অ্যালবামের নাম হচ্ছে প্রাণ-ত, এই শব্দের অর্থ প্রাণের কাছে, আমার গানগুলো যেমন প্রাণজুড়ানো, সেই জায়গা থেকে নামটি দেওয়া।"
গানের কথা, সুর করেছেন এনজেল নূর; প্রযোজনায় ‘এনজেল নূর এন্ড ব্যান্ড’, সংগীতায়োজনে রয়েছেন আসিফ আহমেদ। গানের প্রচার নিয়ে নূর বলেন, অক্টোবরে আমার জন্মদিন। জন্মদিন ঘিরে অক্টোবরে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে গানগুলো স্পটিফাইয়ে প্রচারের ইচ্ছে রয়েছে, এরপর মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা নূরের। সেখান থেকে স্কুল কলেজ শেষ করে ২০১৭ সালে ঢাকায় আসেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন নূর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ